ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ছয় দস্যু বাহিনীর ৫৪ সদস্যের আত্মসমর্পণ বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ছয় দস্যু বাহিনীর ৫৪ সদস্যের আত্মসমর্পণ বৃহস্পতিবার আত্মসমর্পণের সব প্রস্তুতি সম্পন্ন

বাগেরহাট: এবার সুন্দরবনের আরও ছয় দস্যু বাহিনীর ৫৪ সদস্য আত্মসমর্পণ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে দস্যুরা আত্মসমর্পণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মসমর্পণ অনুষ্ঠানে যুক্ত হবেন। আত্মসমর্পণ করা দস্যু বাহিনীগুলো হলো- আনোয়ারুল, তৈয়াবুর, শরিফ, ছাত্তার, সিদ্দিক ও আল আমিন বাহিনী।

আত্মসমর্পণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, র‌্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ, র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আলরাজিবসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যাব-৬ ও স্থানীয় প্রশাসন। এ লক্ষ্যে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। স্টেডিয়াম ও আশপাশ এলাকার নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাব, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ পাঁচ সহস্রাধিক লোকের উপস্থিত থাকবেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব বাংলানিউজকে জানান, গোটা সুন্দরবনকে দস্যু মুক্ত করতে র‌্যাব দীর্ঘদিন ধরে কাজ করছে। এর মধ্যে ২৬টি বাহিনীর ২৭৪ জন দস্যু র‌্যাবের হাত ধরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সর্বশেষ বৃহস্পতিবার ছয়টি দস্যু বাহিনীর ৫৪ জন সদস্য আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলদস্যু ও বনদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিবেন। আত্মসমর্পণ করা দস্যুদের প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। তারা যাতে স্বাভাবিক জীবন-যাপন করতে পারে সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা হবে।

এরআগে বিভিন্ন সময় ২৬টি দস্যু বাহিনীর ২৭৪ জন সদস্য আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের সময় দস্যুরা ৪০৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেয়। সব মিলে সুন্দরবনের ৩২ দস্যু বাহিনীর ৩৩০ সদস্যকে আত্মসমর্পণ করা হবে।

বাংলাদেশ  সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।