ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার লালমনিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বৃহস্পতিবার লালমনিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন আদিতমারী ফায়ার স্টেশন ভবন। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এর মধ্যে লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলার ২৭টি ইউনিয়ন পরিষদে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি ও আদিতমারী ফায়ার স্টেশন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।