ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুলের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোলের মধু মোল্লার ডাঙিতে।

 

স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে (থ্রি-হুইলার) নলতা এলাকায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। পথে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়া এলাকায় গেলে আগে থেকে দাঁড়িয়ে থাকা খালি একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে চালকের বাম পাশে বসে থাকা শহীদুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বাংলানিউজকে জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।