ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে দুই যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে দুই যুবকের মরদেহ নদীতে ভাসছে মরদেহ। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নদীর উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা সেতুর নিচে ও ঘাটিনা পালপাড়া এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।  

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, ফুলজোড় নদীর ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় দুই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।

তিনি আরো জানান, ১০-১২ দিন আগে এ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।