ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
কেরানীগঞ্জে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে সাগর (৩০) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩১ অক্টোবর) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা খালপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, আমবাগিচা খালপাড় এলাকায় ইয়াছিন মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন টিনশেড ঘরে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

বুধবার গভীর রাতে ওই ভাড়া বাসার খাটের নিচে তার বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ওই যুবকের মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পুরুষাঙ্গটিও দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাগর পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাড়ির মালিক ইয়াছিন মিয়া বলেন, সাগর দীর্ঘদিন ধরে আমার বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। তিনি মো. আলীর গ্যারেজ থেকে আটোরিকশা নিয়ে চালাতেন। তবে, তার পারিবারিক কোনো তথ্য আমার জানা নেই।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।