ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ১৮০ বোতল ফেনসিডিলসহ রানা হোসেন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্টের পাশ তাকে আটক করা হয়। রানা বেনাপোল পোর্টথানার বালুণ্ডা উত্তরপাড়া গ্রামের হারুনর রশীদের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর ছিলো, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। পরে পাচারকারীদের ধাওয়া করে ১৮০ বোতল  ফেনসিডিলসহ এক পাচারকারীকে আটক করা হয়।  

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।