ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদকবিক্রেতা নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: টেকনাফে সাবরাং খুরের মুখ এলাকায় পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।

নিহত দুই মাদক বিক্রেতার মধ্যে একজন পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও অপরজন সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

এসময় ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।



শুক্রবার (০২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় টেকনাফ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হন বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের উপকূলীয় খুরের মুখ এলাকায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে  ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে দু’টি গুলিবিদ্ধ মরদেহ, ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভ্বের ০২, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।