ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই গলাকাটা ও আক্কেলপুর উপজেলার কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেলে পাঁচবিবি এবং রাতে আক্কেলপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।  

নিহতরা হলেন আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের কায়েম উদ্দীনের ছেলে মিথুন (২২) এবং অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক নারী অটোরিকশায় করে পাঁচবিবি শহরে যাচ্ছিলেন। তিনি গলাকাটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এতে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অন্যদিকে, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে আক্কেলপুর শহরের কলেজ রোডে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিথুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মিথুনকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।