ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নিপীড়নে জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
রোহিঙ্গা নিপীড়নে জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র  ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গাদের ওপর নিপীড়নে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের আশা করেছে দেশটি। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার (০১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র রবার্ট পলাডিনহো বলেন, রোহিঙ্গাদের ওপর যারা নিপীড়ন চালিয়েছে, তাদের জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। এ বিষয়ে আমরা অব্যাহত চেষ্টা করছি।

একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্বেচ্ছায় ও নিরাপদে হবে বলে আশা করেন তিনি।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই উপমুখপাত্র বলেন, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, সহিংসতার মূল কারণগুলো খুঁজে বের করে তা প্রতিহত করার বিষয়ে আমরা সব সময় জোর দিয়ে আসছি। সে অনুযায়ী আগামী দিনেও আমরা কাজ করে যাবো।  

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গত ৩০ অক্টোবর যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি মাসের মধ্য নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। প্রথম ধাপে প্রায় আড়াই হাজার রোহিঙ্গা রাখাইনে ফিরে যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।