ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে জুতার কারখানার আগুনে দগ্ধ ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
হাজারীবাগে জুতার কারখানার আগুনে দগ্ধ ১

ঢাকা: রাজধানীর হাজারীবাগের সেকশন এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার (২ নভেম্বর) বিকেল তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন- কামাল (২৮) জাকির (২২) ও রমজান (২৮)।

দগ্ধ জামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে  চিকিৎসাধীন।

দগ্ধ জামাল জানান, হাজারীবাগের সেকশন এলাকার জুতার কারখানায় কাজ করছিলেন তিনি। বিকেলে কারখানাতে আগুন লাগলে দ্রুত বের হওয়ার সময় আগুনে তার দুই পায়ের কিছু অংশ ঝলসে যায়। কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান জামাল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলানিউজকে জানান, বিকেল তিনটার দিকে হাজারীবাগের সেকশন এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। বিকেল পৌনে চারটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।  

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ডিউটি অফিসার কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।