ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ স্মরণে দোয়া মাহফিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ স্মরণে দোয়া মাহফিল প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ স্মরণে দোয়া মাহফিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রয়াত সাংবাদিক একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ নভেম্বর) বাদ আছর বাংলামোটর মোজাফ্ফর টাওয়ারে পারিবারিক উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় মসজিদের ইমাম মামুনুর রশিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ সাকিব বাদশা, নাসিম আল মোমিন রূপক, জয়দেব নন্দী, মামুনের বড় ভাই ব্যবসায়ী ফারুকুজ্জামানসহ মামুনের সহপাঠী, সাংবাদিক, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৩ সেপ্টেম্বর মাত্র ৩২ বছর বয়সে মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।