ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ সুপারিশ হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ সুপারিশ হস্তান্তর হাসানুল হক ইনুর কাছে হস্তান্তর করা হচ্ছে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সুপারিশ

ঢাকা: গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ডের রোয়েদাদের সুপারিশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে হস্তান্তর করা হয়েছে।

নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক রোববার (৪ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর কাছে সুপারিশ হস্তান্তর করেন। সুপারিশ হস্তান্তরকালে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।


 
সুপারিশটি এখন মন্ত্রিসভায় উত্থাপিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় তথ্য মন্ত্রণালয়।
 
ওয়েজবোর্ডে সাংবাদিকদের বেতন কাঠামো চূড়ান্ত করা হয়। ২০১২ সালে সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজবোর্ড গঠন করা হয়েছিল। পরের বছর এই বোর্ড নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে।
 
২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর নিজেদের নতুন বেতন কাঠামোর জন্য আন্দোলন করে আসছেন সাংবাদিকরা।
 
সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে নবম ওয়েজবোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।