ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ একটি ফুলের বাগান: সংস্কৃতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বাংলাদেশ একটি ফুলের বাগান: সংস্কৃতিমন্ত্রী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উম্মোচন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ একটি ফুলের বাগান। একটি বাগানে যেমন নানা ধরনের ফুল থাকে, তেমনি বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক সঙ্গে বাস করে। 

রোববার (০৪ নভেম্বর) বিকেলে নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসে বধ্য ভূমিতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উম্মোচনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিশ্বের মুসলিম দেশ আবুধাবী, কুয়েত, বাহারাইন, পাকিস্তান, আলজেরিয়া, মিশর একেবারেই পাশাপাশি অবস্থান করে।

তাহলে সবদেশ এক হলো না কেন। কারণ প্রত্যেক দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আছে।

মন্ত্রী বলেন, ধর্মের নামে যারা রাজনীতি করে, মানুষ হত্যা করে, বাসে আগুন দেয় ও রাস্তা অবরোধ করে এটা কোন ধর্ম আর কোন মুসলমানী।

নীলফামারী সরকারি কলেজের আয়োজনে অধ্যক্ষ প্রফেসর দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, ডেপুটি কমান্ডার কান্তি কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।