ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সুখী-সমৃদ্ধ দেশ গড়াই এ সরকারের উদ্দেশ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সুখী-সমৃদ্ধ দেশ গড়াই এ সরকারের উদ্দেশ্য উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন গোলাম ফারুক প্রিন্স। ছবি: বাংলানিউজ

পাবনা: যুব, ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ গড়াই আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য। আর সেই লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে এ সরকার।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে পাবনা পৌর ও সদর উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২টি স্কুল ও ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এমপি প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার।

কারণ জননেত্রী শেখ হাসিনা জানে সুশিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এ কথা অনুসরণ করেই আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান দানের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে নতুন নতুন বিদ্যালয় ভবন। তাই আগামীতে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে নৌকার বিজয় ছাড়া বিকল্প নেই।

এদিনে পর্যায়ক্রমে হাজির হাট সংলগ্ন আমেনা মুনসুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ, বেতেপাড়া টার্মিনাল ভায়া শাওয়াল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তা। তারাবাড়ীয়া ইউনিয়ন থেকে তাঁতিবন্দ বাজারের রাস্তা, তারাবাড়ীয়া ঘোষপাড়া থেকে ইসলামপুর এলাকার রাস্তা, খালিশপুর শ্রীকোল হাট থেকে জজ সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ ও সাদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান - মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পাবনা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মূর্তুজা বিশ্বাস সনি, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জমান রকিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।