ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত নিহত মাদক বিক্রেতা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় দু’দল মাদকবিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদকবিক্রেতা। 

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে।  

রোববার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজে মাঝখানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম বাংলানিউজকে জানান, মাদক বিক্রিকে কেন্দ্র করে দু’দলের মধ্যে গুলি বিনিময় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পে যায়। এসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।