ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিএনপির ৪ নেতা-কর্মীসহ গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
নড়াইলে বিএনপির ৪ নেতা-কর্মীসহ গ্রেফতার ৩০

নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ৪ নেতাকর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার থেকে সোমবার (৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নড়াইল সদর থানা থেকে ১৫ জন, লোহাগড়া থেকে ৯, কালিয়ায় ৫ ও নড়াগাতি থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানায় ৪ জন বিএনপি নেতাকর্মী ও ১ জন মাদক ব্যবসায়ী রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।