ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
চকরিয়ায় অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে শহীদুল ইসলাম রায়হান (২২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিয়ান সড়কের দিঘীরপাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত শহীদুল ওই এলাকার মওলানা ইউনুছ আহমদের ছেলে।

চকরিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জিএম মহিউদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দিঘীরপাড়ে একসঙ্গে দু'টি মুদির দোকান ছিল। প্রতিদিনের মতো রাতে দোকানের ভেতরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন দুই ব্যবসায়ী। এর মধ্যে রায়হানের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা চারিপাশে ছড়িয়ে দোকানে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে মারা যান ব্যবসায়ী রায়হান। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে পাশের দোকানি শামীম ওসমান প্রাণে বেঁচে যান। অগ্নিকাণ্ডে দু’ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।