ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী ও শ্বশুর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
গোপালগঞ্জে ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী ও শ্বশুর আটক আটক ফারজানা ইসলাম কেয়া ও তার বাবা এবাদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আরিফ কাজী (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৫ নভেম্বর) সকালে পুলিশ কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় নিহতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আরিফ একজন গরুর খামার ব্যবসায়ী ছিলেন।


 
গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, রোববার রাতের কোনো এক সময় আরিফ কাজীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।  

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফারজানা ইসলাম কেয়া (৩০) ও শ্বশুর এবাদুল ইসলামকে (৫৬) আটক করা হয়েছে। তবে হত্যার বিষয়ে এখনই সব কিছু বলা যাচ্ছে না বলেও জানান তারা।
এদিকে, নিহতের স্ত্রীর দাবি তার স্বামী গভীর রাতে আহত ও অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।