ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জুয়াড়ি-মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ময়মনসিংহে জুয়াড়ি-মাদকবিক্রেতা আটক ময়মনসিংহে আটক মাদকবিক্রেতা ও জুয়াড়িরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর ও তারাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে এক মাদকবিক্রেতা এবং ৩৮ জুয়াড়িকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মাদকবিক্রেতা হাকিম (৩৫) ও জুয়াড়ি সাইফুল ইসলাম (৩০), এমদাদুল ইসলাম (৩৫), নুরু মিয়া (২৭), মোরশেদ আলী (২৫), মজিবর (৫০), বাবুল মিয়া (৩০), আলমগীর হোসেন (২৮), সাদিকুল (৩০), মন্তু মিয়া (৪০), লাল মিয়া (৫০), নমরুদ আলী (৪০), গোলাম হোসেন (৫৫)।

বাকি অন্য জুয়াড়িদের নাম জানা যায়নি।

জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, তারাকান্দা উপজেলার পলাশকান্দা এলাকায় রোববার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর ৩৮ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১২টি তাস ও নগদ ২১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

এদিন রাতে ময়মনসিংহের চরপাড়া ট্রাফিক মোড় থেকে ১০পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা হাকিমকে আটক করা হয় বলেও জানান ওসি শাহ কামাল।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।