ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালীপূজা উপলক্ষে নড়াইলে ১৫ কেজির শিঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
কালীপূজা উপলক্ষে নড়াইলে ১৫ কেজির শিঙ্গা শিঙ্গা মিষ্টি। ছবি: বাংলানিউজ

নড়াইল: কালীপূজা উপলক্ষে নড়াইলে এক থেকে ১৫ কেজি ওজনের ঐতিহ্যবাহী শিঙ্গা মিষ্টি তৈরি করা হচ্ছে। চিনি দিয়ে তৈরি এ মিষ্টি অন্যান্য মিষ্টির থেকে দাম কম হওয়ায় ক্রেতাদের ভিড় জমেছে নড়াইলের পরিতোষ মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন মিষ্টির দোকোনে। 

জানা যায়, সারাবছর এ মিষ্টির তেমন চাহিদা থাকে না। প্রতি বছরই কালীপূজা উপলক্ষে এ মিষ্টির চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।

এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। পূজার এক সপ্তাহ আগে থেকে এ মিষ্টির চাহিদা বেড়ে গেছে। এ শিঙ্গা মিষ্টি আকারে লম্বা এক থেকে ৬ ফুট। স্থানীয় মিষ্টির দোকানে প্রতি কেজি মিষ্টি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

কারিগররা জানান, নড়াইল জেলায় অনেক মিষ্টির দোকান থাকলেও সব দোকানে এই মিষ্টি পাওয়া যায়না। জেলার মধ্যে ১০-১২টি দোকানে এই মিষ্টি পাওয়া যায়। চিনি জ্বালিয়ে সাচের মাধ্যমে এ মিষ্টি তৈরি করা হয়। ওজন হয় এক থেকে ১৫ কেজি পর্যন্ত। কেউ অর্ডার দিলে আরো বড় করে এই মিষ্টি তৈরি করা হয়।

কারিগর কিশোর কুমার সিকদার বাংলানিউজকে জানান, বর্তমানে এ মিষ্টির চাহিদা অনেক বেশি। সকাল থেকে গভীর রাত অবদি শিঙ্গা তৈরি করা হচ্ছে।

শিঙ্গা কিনতে আসা ক্রেতা বিমল বিশ্বাস বাংলানিউজকে জানান, প্রতি বছর কালীপূজার সময় তিনি এ মিষ্টি কেনেন। পূজা উপলক্ষে যারা বেড়াতে আসে তাদের এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

পরিতোষ মিষ্টান্ন ভাণ্ডরের মালিক প্রদীপ বাংলানিউজকে জানান, কালীপূজায় এ মিষ্টির অনেক চাহিদা থাকে। এই মিষ্টির আলাদা একটা সাদ আছে। পূজার প্রসাদ দেওয়ার জন্য এ মিষ্টি বেশি পছন্দ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।