ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে থ্রি-হুইলার উল্টে চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মুলাদীতে থ্রি-হুইলার উল্টে চালক নিহত

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় টমটম (থ্রি-হুইলার) উল্টে রিপন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাজিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন উপজেলার দড়িচর লক্ষ্মীপুর ইউনিয়নের হোসেন শিকদারের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে টমটমটি মেরামত করে মীরগঞ্জের দিকে যাচ্ছিলেন শিকদার। পথে কাজিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।