ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ

নোয়াখালী: এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বাংলানিউজকে বলেন, ২০১৮ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ১৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এতে ১১৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফলাফল বিবেচনায় ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হয়ে বিদ্যালয়ে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

এসময় অনুত্তীর্ণ ছাত্ররা কিছু বহিরাগতসহ বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক ও ইংরেজি শিক্ষকের সঙ্গে অসদাচরণ করে এবং বিদ্যালয়ের কক্ষ ভাঙচুর করতে চেষ্টা করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম বাংলানিউজকে জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।