ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মাগুরায় ফেনসিডিলসহ আটক ২ ফেনসিডিলসহ আটক দুই মাদকবিক্রেতা

মাগুরা: মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ নভেম্ববর) বিকেলে উপজেলার রামনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ভোলা  জেলার ওস্টান পাড়ার সুবল চন্দ্র বণিকের ছেলে গৌতম বণিক (৩৮) ও একই জেলার চরন্নুবাদ এলাকার মহিউদ্দিন তালুকদারের ছেলে ।

রামনগর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট গৌরব রায় বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রামনগর এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র গাড়ি তল্লাশি চালোনো হয়। এ সময় ২১ লিটার তরল ফেনসিডিলসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।  

তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।