ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ আটক ২ ১০ কেজি গাঁজাসহ দুই পাচারকারী আটক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ২ নম্বর ঘিবা গ্রামের আলী আহম্মদের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও মানকিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে মাদকবিক্রেতারা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান এনে সীমান্তের ২১ নম্বর মেইন পিলারের কাছে অবস্থান করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই গাঁজা পাচারকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।