ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২০ লাখ টাকা আত্মসাত করে হোটেল ম্যানেজার উধাও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
২০ লাখ টাকা আত্মসাত করে হোটেল ম্যানেজার উধাও

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ঝুমুর এলাকার রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মো. ইউনুছ (৩৮) প্রায় ২০ লাখ টাকা আত্মসাত করে উধাও হওয়ার অভিযোগ করেছেন হোটেল মালিক। 

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত হোটেল মালিক শাহাজান সিরাজ স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে গত ১৫ নভেম্বর রাতে হোটেল ম্যানেজার উধাও হন।

অভিযুক্ত হোটেল ম্যানেজার ইউনুছ ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মো. ইউছুফ মিয়ার ছেলে।  

শাহাজান অভিযোগ করে বলেন, ছয় বছর আগে ইউনুছ তার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাবুর্চি পদে চাকরিতে যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে তাকে ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি (মালিক) অসুস্থ হয়ে পড়ায় গত ১০/১১ মাস ধরে ব্যবসা প্রতিষ্ঠানের সব আয়-ব্যয় ম্যানেজার পরিচালনা করতেন। তার অনপুস্থিতিতে তাকে না জানিয়ে ইউনুছ বিভিন্ন মুদি ও মাংসের দোকান থেকে বাকিতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল কিনে নগদ টাকা আত্মসাত করেন। এছাড়া দোকান থেকে আরও ৫ লাখ টাকা নিয়ে যান। এভাবে ওই ম্যানেজার প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটানার পর ফেনী তার নিজ বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে হোটেল মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।