ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক উইল আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক উইল আর নেই

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উইল (৫০) কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৩ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। 

জানা যায়, দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে শিবগঞ্জের মোহনবাগের বাড়িতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে- মেয়ে জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বিকেল সাড়ে ৪টায় মোহনবাগ কেন্দ্রীয় গোরস্থানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে।  

তার মৃত্যুতে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা জাসদ সভাপতি মনিরুজ্জামান মনির, শিবগঞ্জ উপজেলা জাসদ সভাপতি মো. আবু বাক্কার, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র শামিম কবির হেলিমসহ অনেকে শোক জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।