ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালী থেকে দস্যুবাহিনীর প্রধান জয়নাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মহেশখালী থেকে দস্যুবাহিনীর প্রধান জয়নাল আটক র‌্যাব হেফাজতে আটক জয়নাল

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে দস্যু জয়নাল বাহিনীর প্রধান জয়নাল আবেদীনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (০২ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর শাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ভোরে মহেশখালীর উত্তর শাতপাড়া এলাকায় দস্যু জয়নালসহ কয়েকজন ডাকাতির পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলে জয়নালকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

জয়নাল দস্যুবাহিনী গঠন করে মহেশখালী-কুতুবদীয়ায় দীর্ঘদিন ধরে ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান মেজর মেহেদী।
 
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।