ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরিজ জেতায় ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
সিরিজ জেতায় ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেটদলের এ বিজয় ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।

রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ও ১৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেটদল।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।