ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ১৮ মাস পর প্রবাসীর মরদেহ উত্তোলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
নিখোঁজের ১৮ মাস পর প্রবাসীর মরদেহ উত্তোলন মোকামের টিলা থেকে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুরের কঙ্কাল উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিলেট: নিখোঁজ হওয়ার ১৮ মাস পর হদিস মিললো যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুরের। তবে জীবিত নয়, মাটি খুঁড়ে উঠানো হলো তার মরদেহ।

সুনামগঞ্জ আদালতের নির্দেশে রোববার (২ ডিসেম্বর) সিলেটের জৈন্তপুর মোকামের টিলা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিলের উপস্থিতিতে মরদেহের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
 
গফুর জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা।

২০১৭ সালের ৮ মে দেশে ফিরে নিখোঁজ হয়েছিলেন তিনি।  

অনুসন্ধান চালিয়ে গুম-খুনের আদ্যোপান্ত জানতে পারে পুলিশ। নিখোঁজের ঘটনায় জিডির সূত্র ধরে গত ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জৈন্তাপুর থেকে খুনের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন।  

তারা হলেন-জগন্নাথপুরের বাসিন্দা জৈন্তপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের অফিস সহায়ক আবুল কালাম আজাদ (৫২), তার জামাতা আনোয়ার হোসেন (৩০) ও জৈন্তপুর মোকামেরটিলা গ্রামের জুনাব আলী (৪২)।  

তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিনজনেই নিজেদের জড়িয়ে খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
 
তাদের তথ্য ও দেখানো মতে, গফুরের মরদেহের সন্ধান মিলে। মরদেহের কঙ্কালসার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাপাল মর্গে পাঠানো হয়েছে- নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।