ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজিএমইএতে আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বিজিএমইএতে আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত আনিসুল হক স্মরণসভা

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ ডিসেম্বর) বিকেলে বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে বিজিএমইএ’র উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।  
 
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মো. আতিকুল ইসলাম, বিজিএমইএ’র সহ-সভাপতি এসএম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ, মরহুমের সহধর্মিণী রুবানা হকের পরিবার, মরহুমের ছোট ভাই ও সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।