ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নায়ক সোহেল রানাসহ বরিশালে ৯ জনের মনোনয়ন বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
নায়ক সোহেল রানাসহ বরিশালে ৯ জনের মনোনয়ন বাতিল বরিশালে মনোনয়ন বৈধ-অবৈধ ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা

বরিশাল: বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থীর মধ্যে মোট নয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা। 

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মো. মাসুদ পারভেজ (সোহেল রানা) ও শের-ই বাংলা একে ফজলুল হকের দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুও রয়েছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ১ জন, বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৬ জন এবং বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১ জন ও বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

রোববার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই হয়।

সন্ধ্যা সাড়ে ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল-১ আসনে জাকেরপার্টির প্রার্থী বাদশা মিয়া পৌর ফাঁকি দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।  

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার বিদ্যুৎবিল বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।  

পাশাপাশি এ আসনে সমর্থক ভোটার তালিকায় মৃত ভোটার থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রুবিনা আক্তার ও এম মোয়াজ্জেম হোসেন, সমর্থক ভোটার তালিকায় থাকা ভোটারের তথ্য খুঁজে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ও স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুজ্জামান, সমর্থক ভোটার তালিকা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মিঞার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বরিশাল-৩ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুরুল ইসলাম এবং বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেনের মনোনয়নপত্রে ক্রমিক নম্বর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বাংলা‌দেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।