ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় বালিবহনকারী টমটম (শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি) উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা রতনদী তালতলী ইউনিয়নের বড় বাঁধের পশ্চিম পাশে গলাচিপা-বদনাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ড্রাইভার মো. কাওসার হোসেন (৩৮) ও শ্রমিক মো. মহাসিন (৩৫)।

আহতরা হলেন- টমটমে থাকা দুই শ্রমিক শাহিন মিয়া (২৫) ও মো. জলিল হাওলাদার (২৫)। গুরুতর আহতাবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে টমটমটি গলাচিপা লঞ্চঘাট থেকে কাটাখালী মানিকচাঁদ মাদ্রাসায় বালি দিয়ে ফেরার পথে বাঁধ এলাকায় গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে টমটমের ড্রাইভার কাওসার মারা যান। গুরুতর আহতাবস্থায় শ্রমিক মহাসিনকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত টমটমটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।