ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে লাঠির আঘাতে কলেজ ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
সিলেটে লাঠির আঘাতে কলেজ ছাত্র নিহত প্রতীকী ছবি

সিলেট: সিলেটে প্রতিপক্ষের লাঠির আঘাতে হোসাইন আহমদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ ডিসেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হোসাইন আহমদ পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে ও বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের ঝগড়ার জের ধরে হোসাইনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে একই এলাকার মুহিব আলীর ছেলে ঘাতক সুমন আহমদ (১৬)। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, হামলাকারী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এনইউ/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।