ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল এবং ভূঞাপুর উপজেলায়  পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এসব দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার মৃত সুলতান খানের ছেলে আসলাম খান (৪৫) এবং ভূঞাপুর উপজেলার বাসিন্দা আব্দুর রহিম।

 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার বাংলানিউজকে জানান, বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই আসলাম মারা যান। এদিকে ভূঞাপুরের মাটিকাটা এলাকায় সড়কে টোল আদায়ের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই রহিম মারা যান।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা,  ডিসেম্বর ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।