ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কারমুক্ত রাস্তায় শিশুদের আনন্দ কোলাহল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
কারমুক্ত রাস্তায় শিশুদের আনন্দ কোলাহল মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে শিশুদের খেলাধুলা-ছবি-বাংলানিউজ

ঢাকা: শহরের বড় বড় দালানকোঠার ভিড়ে নগরীর শিশুরা হারাতে বসেছে তাদের খেলার মাঠ। বর্তমানে ঢাকা শহরে বিনোদনের পর্যাপ্ত জায়গা নেই বললেই চলে। মানুষ ঘুরে বেড়াতে চাই স্বাচ্ছন্দ্যে। কিন্তু শহরজুড়ে শুধু বড় বড় দালানকোঠা আর দীর্ঘ যানজট।

দুর্বিষহ এ জীবন থেকে বেরিয়ে আসার উপায় হতে পারে 'প্রাইভেট কারমুক্ত শহর'। সে বার্তা পৌঁছে দিতেই প্রতি মাসের  প্রথম শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনের প্রশস্ত রাস্তার কিছুটা অংশে গাড়ি চলাচল বন্ধ রেখে সবার বিনোদনের ব্যবস্থা করা হয়।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঠিক তেমনি এক আয়োজনে অংশ নেন শহরের খেলাপ্রেমী মানুষগুলো। তবে এতে শিশুদের অংশগ্রহণই ছিল সবথেকে বেশি চোখে পড়ার মতো। এসময় তারা ছবি আঁকা প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, লুডো, দাবা, ক্যারাম, সাইকেল রেসিং, হ্যান্ডবল, ঘুড়ি ওড়ানোসহ মেতে উঠে বিভিন্ন খেলাধুলায়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-ছবি-বাংলানিউজআয়োজনে আগত দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন সচেতনতামূলক বার্তা। এরমধ্যে ছিল যানজট হ্রাসে পাবলিক পরিবহনের উন্নয়ন করুন, পথচারীর রাস্তা পারাপারে জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ি থামান, শিশুদের বিকাশের জন্য প্রতিদিন অন্তত এক ঘণ্টা খেলাধুলা করা উচিত, যানযট ও দূষণমুক্ত নগরায়নে প্রয়োজন গণপরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণসহ অন্যান্য।

‘ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট’র এ আয়োজনে সকাল থেকেই সরব উপস্থিতি ছিলো সাধারণ মানুষ আর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সবার সঙ্গে তারাও নগরবাসীকে একই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন জাতীয় সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজা থেকে।

এ প্রসঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাদিয়া মুবাশশারা বলেন, শহরে গাড়ি কমলে যানজট ও দূষণ কমবে। অনেক বিনোদনের জায়গা তৈরি হবে এবং আরও বেশি মানুষ এই বিনোদনের সুবিধা ভোগ করতে পারবে। একটু হলেও বাইরের আলো বাতাসে খেলা করার সুযোগ পাবে শহরের ঘরবন্দি শিশুরা।

প্রতি মাসের প্রথম শুক্রবারে থাকবে এ আয়োজন-ছবি-বাংলানিউজধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হাবিব বলেন, আমাদের মতো শহুরে শিক্ষার্থীরা তো রাস্তা ছাড়া আর অন্য কোথাও খেলার জায়গা পায় না। তাই আমারা চাই, শহরে গাড়ি কমুক। এতে করে যেমন যানজট কমবে, তেমনি রাস্তাগুলোও বিনোদনের স্থান হিসেবে ব্যবহার করা যাবে।

এ আয়োজনে সরকারি ও বেসরকারি ৫৮টি সংস্থাসহ বিভিন্ন ইউনিভার্সিটি সহযোগিতা করে। এছাড়া সম্প্রতি যুক্ত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ। নগরবাসীকে একটি উন্নত নগরীর জন্য বার্তা পৌঁছে দেওয়ায় এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের সিনিয়র প্রজেক্ট অফিসার জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, আমরা সবসময়ই একটি সুন্দর শহর চাই। তবে আমাদের প্রাইভেট কারগুলোর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমাদের শহরে যানজট বাড়ছে। কিন্তু আমরা এর পরিবর্তে বাস ও মেট্রোরেল অনায়াসেই ব্যবহার করতে পারি। আমরা চাই আমাদের প্রজন্ম একটু খেলাধুলার জায়গা পাক। সেগুলো যেন আমাদের নগরজীবনের ভিড়ে হারিয়ে না যায়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।