ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগমারায় জঙ্গল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
বাগমারায় জঙ্গল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার একটি জঙ্গল থেকে প্রশান্ত কুমার মন্ডল (৪২) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়বিহনলি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রশান্ত উপজেলার বড়বিহনলি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে বলেন, বাড়ির পাশের একটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই স্কুল শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।  

ওসি নাসিম আরও বলেন, দু’বছর আগে থেকে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। তার বিরুদ্ধে স্ত্রীর করা মামলাও চলছিল। হতাশাগ্রস্ত হয়ে তিনি সবার অগোচরে আত্মতহ্যা করেছেন বলে পরিবার ও স্থানীদের ধারণা।  

মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি নাসিম।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।