ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে শাশুড়িকে হত্যা করে পালানোর সময় পুত্রবধূ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
সুবর্ণচরে শাশুড়িকে হত্যা করে পালানোর সময় পুত্রবধূ আটক

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে লক্ষ্মী রানী নাথ (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় তার পুত্রবধূ মিতা রানী নাথকে (২২) আটক করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে জোবায়ের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এর আগে রাতে এ হত্যার ঘটনা ঘটে।  

নিহত লক্ষ্মী রানী উপজেলার চরমজিদ গ্রামের সন্তোষ নাথের স্ত্রী।  

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, প্রায়ই ছোট ছেলে রকির স্ত্রী মিতাকে বকাঝকা করতেন লক্ষ্মী। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘরে থাকা দা দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান মিতা। পরে বাড়ির লোকজন লক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টার দিকে জোবায়ের বাজার এলাকা থেকে মিতাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের ছোট ছেলে রকি নাথ বাদী হয়ে তার স্ত্রী মিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।