ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে অস্ত্র-গুলিসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
চারঘাটে অস্ত্র-গুলিসহ যুবক আটক অস্ত্র-গুলিসহ যুবক আটক। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর চারঘাটে দু’টি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ সুজন আলী ওরফে জিল্লু (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার টাঙন এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সুজন চারঘাটের কান্দিপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে।

তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, ভোরে দু’টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি কোমরে গুঁজে নিয়ে যাচ্ছিলেন সুজন। তখন সন্দেহ হলে টহলে থাকা ডিবি পুলিশের একটি দল তাকে থামায়। এসময় তার দেহ তল্লাশি করে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকেলে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছ। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান জেলা ডিবির এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।