ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে নৌ বাহিনী ভর্তি তথ্য কেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
মাদারীপুরে নৌ বাহিনী ভর্তি তথ্য কেন্দ্রের উদ্বোধন নৌ বাহিনী ভর্তি তথ্য কেন্দ্রের উদ্বোধন। বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে নৌ বাহিনীর ভর্তি তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে (৭ ডিসেম্বর) শহরের শকুনী লেকের মনোরম পরিবেশে ভর্তি তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন নৌ-বাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

এসময় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে নৌ-বাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, মাদারীপুরের তথ্য কেন্দ্র থেকে নৌ বাহিনীতে ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে।

এছাড়াও মাদারীপুরে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও সুইমিং পুল তৈরিরও আশ্বাস দেন তিনি।

ভর্তি তথ্য কেন্দ্র উদ্বোধন শেষে শকুনী লেকে সর্বসাধারণের বিনোদনের জন্য নৌ প্রধান ৫টি প্যাটেল বোর্ড ও ১টি পন্টুন মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি আরো বড় ধরনের দু’টি প্যাটেল বোর্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, একাত্তরের খলিল বাহিনীর প্রধান ও মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, মাদারীপুর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ।  

অনুষ্ঠানে নৌ বাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।