ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জুয়াড়ি-মাদকবিক্রেতাসহ আটক ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
ময়মনসিংহে জুয়াড়ি-মাদকবিক্রেতাসহ আটক ১৫ জুয়াড়ি-মাদকবিক্রেতাসহ আটক ১৫। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ১১ জুয়াড়ি ও চার মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জুয়াড়ি মাসুম মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩০), জাহাঙ্গীর আলম (৪০), জাহাঙ্গীর আলম (৪৫), আবুল কাশেম (৫৬), আবুল কাশেম (৪৫), তাইজ উদ্দিন (৪০), জামিরুল (৩৭), ওমর ফারুক (৩২), মোরশেদ আলী (৪৭), জুয়েল (৩৫), মাদকবিক্রেতা জাকির হোসেন (৪৭), আমির হোসেন (৩০), রুবেল মিয়া (৪০) ও মুক্তার হোসেন (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, ভোরে নগরের বলাশপুরের ময়নার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার আসর থেকে নগদ ৭ হাজার ৪০ টাকাসহ ওই ১১ জুয়াড়িকে আটক করা হয়।

এছাড়া একইদিন ভালুকা উপজেলার জামির দিয়া ও নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও ৪০০ গ্রাম গাঁজাসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।