ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের কালাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের কালাঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল সিলেট হবিগঞ্জের মৃত আক্কাস মিয়ার ছেলে।

দগ্ধরা হলেন- আক্কাস মিয়ার ছেলে মো. লিটন (৩৪), মর্তুজা আলীর ছেলে মিজানুর রহমান (৩৪) ও মৃত. ইসা মিয়ার ছেলে মো. ফারুক। তারা সবাই সিলেট হবিগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা আও তিন যুবক দগ্ধ হন। পরে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. সামিরা জামান বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই কামাল মিয়ার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।