ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক, সা. সম্পাদক স্বপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক, সা. সম্পাদক স্বপন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুলক চ্যাটার্জী সভাপতি ও মনিরুল আলম স্বপন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (০৭ ডিসেম্বর) নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন কীর্তণখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক শাহীনা আজমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএফইউজে মহাসচিব শাবান মাহামুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের সদস্য ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।  

এছাড়া বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো আলী জসীম খান, যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ এম জহির, সাংগঠনিক সম্পাদক খান রফিক, প্রচার সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হেনরি স্বপন, জনকল্যাণ সম্পাদক মর্জিনা বেগম, দফতর সম্পাদক সুমন চৌধুরী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- নাসিম উল আলম, শাহীনা আজমীন, সুশান্ত ঘোষ, বিধান সরকার, এম জসীম উদ্দিন, নজরুল বিশ্বাস, মিথুন সাহা, কাওসার হোসেন ও মুশফিকুর রহমান।

বাংলা‌দেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।