ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: নানা কর্মসূচির মধ্যে দিয়ে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ স্লোগানে রোববার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

পরে সেখানে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও  সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বরিশালের আয়োজনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্নীর্তি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন (অতিরিক্ত আইজি), জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলা‌দেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।