ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা: খুলনায় বিআরটিসির (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন) একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আবুল হোসেন চানমারী এলাকার আবুল মালেক মাঝির ছেলে।

রোববার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মহানগরীর রূপসা দাদা ম্যাচ ফ্যাক্টরির অদূরে কোকাকোলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকে করে কোকাকোলা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন আবুল হোসেন। এসময় সিগারেটের ধোঁয়া বাইরে ছাড়তে গিয়ে বিআরটিসি বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। তখন তিনি ছিটকে বাসের নিচে চলে যায়। ঘটনার সময় বাস ও ইজিবাইক পাশাপাশি চলছিলো।  
খুলনা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মিলন মৈত্র বলেন, সিগারেটের ধোঁয়া বাইরে ছাড়তে গিয়ে বিআরটিসির একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে আবুল হোসেনের। তখন তিনি ছিটকে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘটনাস্থল থেকে বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাস চালককে আটক করা সম্ভব হয়নি এবং ইজিবাইকের চালকও পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।