ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
মগবাজারে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার গ্রিনওয়ে গলির একটি বাসা থেকে নিপা (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বাংলানিউজকে জানান, মগবাজারে একটি বাসার বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। ময়নাতন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।