ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
নোয়াখালীতে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: "মুক্তিযুদ্ধের জয়, বিদ্রোহী বাঙালির জয় "- স্লোগানে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু হয়েছে। 

রোববার (০৯ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা শহরের কচিকাঁচার মেলা প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস ও মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস।

সাংস্কৃতিক সংগঠক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের নির্বাহী ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানসহ মুক্তিযোদ্ধারা, জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পক্ষকালব্যাপী এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় বিজয় মঞ্চে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক 
আলোচনা, আবৃত্তি, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় দেশীয় ঐতিহ্যের দেড় শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।