ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
মহেশপুরে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ আটক নারী বিক্রেতা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে ১৫শ পিস ইয়াবাসহ রিনা বেগম (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (o৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওই উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রামের তার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। আটক রিনা ওই উপজেলার মাইলবাড়িয়া ঢাকা পাড়ার আলাল খানের স্ত্রী।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মাসুদ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিনা খাতুন নামে ওই নারী বাড়ির পাশে ইয়াবা কেনাবেচা করছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রিনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১০ ডিসেম্বর) থানায় সোপর্দ করা হবে বলে তিনি আরো জানান।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।