ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শিক্ষার্থী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
গাজীপুরে শিক্ষার্থী খুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার চান্দধরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম শ্রাবণ (১৪) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় সরু মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (৯ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। শ্রাবণ চান্দধরা এলাকার সাইদুল ইসলামের ছেলে।

সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।  

গাছা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে শ্রাবণ, ইমরান, তপু ও নাহিদসহ কয়েকজন বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলতে যায়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে শ্রাবণের সঙ্গে স্থানীয় নাহিদদের বাক-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।  

পরে নাহিদ কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রাবণকে ধাওয়া করে। এ সময় শ্রাবণ দৌড়ে তাদের বাসায় গেলে ঘরে ঢুকে শ্রাবণকে ছুরিকাঘাত করে নাহিদ পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার কিছু সময় পর তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।