ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

৯ ডিগ্রির আশপাশে তেঁতুলিয়ার তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
 ৯ ডিগ্রির আশপাশে তেঁতুলিয়ার তাপমাত্রা কুয়াশাঢাকা রাস্তা। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: দিন দিন দেশের সর্বউত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের দাপট বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত, কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো এলাকা। গুড়ি গুড়ি বৃষ্টির মত সারারাত পড়ছে কুয়াশা। সন্ধ্যা ও রাতের সঙ্গে তাল মিলিয়ে সারাদিন অনুভব হচ্ছে শীত। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- তেঁতুলিয়ায় গত তিন দিন ধরে তাপমাত্রা ১০ ও ৯ ডিগ্রিতে উঠানামা করছে।

তেঁতুলিয়া অাবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়স।

রোববার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম বাংলানিউজকে জানান, পঞ্চগড়ে প্রতিবারে শীতের তীব্রতা একটু বেশিই থাকে। এবার সরকারিভাবে পাওয়া ২২ হাজার কম্বল জেলার বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। এছাড়া শীতের অন্যান্য চাহিদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

এদিকে শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কেনার পাশাপাশি তৈরি করছেন লেপ-তোশক।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।