ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে গ্রেফতার ১৯ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
মৌলভীবাজারে গ্রেফতার ১৯  প্রতীকী ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মৌলভীবাজার সদর থানায় সাতজন, কুলাউড়া থানায় পাঁচজন, জুড়ি থানায় দু’জন, বড়লেখায় চারজন ও রাজনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।